এসএটিভিতে অস্থিরতা; প্রতিষ্ঠা বার্ষিকীতে মনে পড়ে স্বর্ণালী দিনগুলো।
আবদুল্লাহ আল রায়হান, জার্মানী। আগের বছর ২৫ ডিসেম্বর পরিক্ষামূলক সম্প্রচারের পর, ২০১৩ সালের ১৯ জানুয়ারী ঢাকঢোল পিটিয়ে যাত্রা শুরু করে দেশের প্রথম ফুল এইচডি স্যাটেলাইট টিভি চ্যানেল এসএটিভি। নিউজকে প্রাধান্য দিতে নিয়োগ দেয়া হয় বৃটিশ সাংবাদিক স্কট রবার্ট ক্রেইগকে। দেশের টেলিভিশন সাংবাদিকদের মধ্যে পরিচিত সব মুখ ছিলেন এসএটিভির শুরুর দিনগুলোতে। বেসরকারী এই টিভির নিউজ বিভাগের আমিও একজন সদস্য ছিলাম। কাজ করেছি দীর্ঘ সময়। রিপোর্টার হিসেবে কাজ করতে পেরে আমি গর্বিত। কিন্তু দিন যতো যাচ্ছে ততই খারাপ সময় পার করছে প্রিয় প্রতিষ্ঠান এসএটিভি। বেসরকারী এই প্রতিষ্ঠানটি ছাড়তে হয়েছে হেড অব নিউজ স্কট রবার্ট ক্রেইগকে। টিকতে পারেন নাই দেশের খ্যাতিমান সাংবাদিক নাজমুল…