নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন ইছাপুর বাজার এলাকা থেকে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-১। তার নাম শাহ আলম সরকার (৩০)।
গতকাল শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১ জানিয়েছে, ইছাপুরা বাজারে ‘সাজেদা টেলিকম’ নামক দোকানে কম্পিউটারে পর্নো ভিডিও সংরক্ষণ করে কম্পিউটার থেকে মোবাইল ফোন, মেমোরিকার্ড এবং হার্ডডিস্কে বিতরণ করা হতো। সংবাদ পেয়ে গত রাতে শাহ আলম সরকারকে গ্রেপ্তার করা হয়।
এ সময় পর্ণো ভিডিও সরবরাহের কাজে ব্যবহৃত একটি সিপিইউ, হার্ডডিস্ক, র্যাম, মনিটর, মাউস, কিবোর্ড, ১২টি কার্ড রিডার, একটি অ্যাডাপ্টার, দুটি ক্যাবল, পাঁচটি মেমোরিকার্ড, একটি মোবাইল ফোন এবং দুটি সিমকার্ড উদ্ধার করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহ আলম জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে উঠতি বয়সীদের মোবাইল, ল্যাপটপ ও কম্পিউটারে পর্নো ভিডিও, অশ্লীল ছবি ও গান সরবরাহ করে আসছিলেন।