দ্বিতীয় প্রান্তিকে বাংলালিংকের আয় বেড়েছে ১১%

দ্বিতীয় প্রান্তিকে বাংলালিংকের আয় বেড়েছে ১১%

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে বাংলালিংক দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্জন করেছে। বাংলালিংকের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ভিওনের সর্বশেষ প্রান্তিকের প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) বাংলালিংকের মোট আয় হয়েছে ১ হাজার ৩১৫ কোটি টাকা, যা ২০২১ সালের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় ১১ দশমিক ১ শতাংশ বেশি। আগের বছরের একই সময়ের তুলনায় ডাটা থেকে আয় বেড়েছে ২২ দশমিক ৫ শতাংশ।

ফোর-জি ব্যবহারকারীর সংখ্যা ৩৬ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি এ প্রবৃদ্ধি অর্জনে ভূমিকা রেখেছে। বাংলালিংক গ্রাহকদের ডাটা ব্যবহারও আগের বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় ৩০ দশমিক ৪ শতাংশ বেড়েছে।

সন্তোষজনক প্রবৃদ্ধির বিষয়ে বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস বলেন, ‘এ বছরের দ্বিতীয় প্রান্তিকের ফলাফল ডিজিটাল অপারেটর হিসেবে বাংলালিংকের ক্রমোন্নতির নতুন উচ্চতাকে প্রতিফলিত করছে। গত বছরের প্রতিশ্রুতি অনুসারে আমরা এ প্রান্তিকে দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্জন করেছি।’

Leave a Reply

Your email address will not be published.