শ্রমিক কল্যাণ তহবিলে ৩০ কোটি টাকা জমা দিল গ্রামীণফোন

শ্রমিক কল্যাণ তহবিলে ৩০ কোটি টাকা জমা দিল গ্রামীণফোন

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ৩০ কোটি ৩১ লাখ টাকা লভ্যাংশ জমা দিয়েছে বেসরকারি মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন।

বৃহস্পতিবার শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের হাতে চেকের মাধ্যমে এই অর্থ জমা দেন গ্রামীণফোনের কর্মকর্তারা।

গ্রামীণফোনের পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কোম্পানির প্রধান মানবসম্পদ কর্মকর্তা সৈয়দ তানভির হোসেন। বৈঠকে তিনি বলেন, দায়িত্বশীল করপোরেট প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণফোন দেশের ডিজিটালাইজেশন ও উন্নয়নে কাজ করে যাচ্ছে। সরকারের পাশাপাশি শ্রমিকদের পাশে দাঁড়ানোর বিষয়টিতে অগ্রাধিকার দেয় গ্রামীণফোন।

শ্রম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশি, বিদেশি এবং বহুজাতিক মিলে এ পর্যন্ত ২৬৫টি প্রতিষ্ঠান তাদের লভ্যাংশের নির্দিষ্ট অংশ নিয়মিত এ তহবিলে জমা দিয়ে আসছে। গতকাল পর্যন্ত তহবিলে ৭৪০ কোটি টাকা জমা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ অর্থদাতা প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণফোন এ পর্যন্ত ২১৩ কোটি ৩২ লাখ টাকার বেশি জমা দিয়েছে। এ পর্যন্ত ১৫ হাজার ২৩৭ শ্রমিক এবং তাঁদের পরিবারকে এ তহবিল থেকে ৬৬ কোটি টাকার সহায়তা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.