ইউক্রেনের রাজধানীর কাছে দুই দিনের আকস্মিক বন্যায় অন্তত ২৪ জনের প্রাণহানি ঘটেছে। এতে এখন পর্যন্ত ১৯ জন লোক নিখোঁজ রয়েছে। শুক্রবার (২৯ জুলাই) দেশটির কর্মকর্তারা এই তথ্য জানান। খবর এনডিটিভির।
রেড ক্রিসেন্টের বিবৃতিতে বলা হয়েছে, পশ্চিমে এমামজাদেহ দাউদ গ্রামে এবং তেহরানের পূর্বে ফিরোজকাউহ, রৌদেহেন ও দামাভান্দ অঞ্চলে ভারী বৃষ্টি ও বন্যার কারণে ২৪ জনের মৃত্যু হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, নিখোঁজ ১৯ জনের খোঁজে উদ্ধার অভিযান চলছে।
শুক্রবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, বন্যা ১৮ টি প্রদেশে আঘাত হেনেছে। এরমধ্যে রয়েছে আলবোর্জ, ইসফাহান, মারকাজি, তেহরান এবং ইয়াজদ।
রেড ক্রিসেন্টের পক্ষ থেকে দেশটির জনগণকে এসএমএস দিয়ে আগামী সোমবার পর্যন্ত নদী ও পাহাড়ি এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে।