পাকিস্তান-আফগানিস্তানের কারণে বৈশ্বিক মাদকসন্ত্রাসবাদ বাড়ছে

পাকিস্তান-আফগানিস্তানের কারণে বৈশ্বিক মাদকসন্ত্রাসবাদ বাড়ছে

মাদক-সন্ত্রাসবাদ একটি বৈশ্বিক বাস্তবতায় পরিণত হতে পারে। কেননা আফগানিস্তান ও পাকিস্তান মাদক উৎপাদনের বৈশ্বিক চেইন এবং বেশ কিছু ইভেন্টে গুরুত্বপূর্ণ যোগসূত্র হয়ে উঠেছে। যার মধ্যে সন্ত্রাসবাদ, চরমপন্থা ও মৌলবাদ বিষয়টিকে আরও খারাপ করে তুলেছে। 

জাকার্তা পোস্টের খবরে বলা হয়েছে, পাকিস্তানের সীমান্ত এলাকাসহ আফগানিস্তান মাদক পাচার এবং সন্ত্রাস/উগ্রবাদের কারণে ক্রমাগত সামাজিক ও আইনি সমস্যায় ভুগছে। 

২০২১ সালের আগস্টে আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখল করে। দেশটিতে অবৈধ আফিম ব্যবসা ছিল রাজস্বের প্রধান উৎস। দেশটিতে আগামী দিনে মাদকের উৎপাদন ও তাদের বেআইনি বিক্রি ও ক্রয় বৃদ্ধি হতে পারে।

দেশটির কৃষকরা তাদের আয়ের জন্য পপি চাষের দিকে বেশি করে ঝুঁকতে পারে। কেননা আফগানিস্তানে আন্তর্জাতিক আর্থিক সহায়তা এখন বন্ধ আছে। 

রিপোর্টে বলা হয়েছে, বিশ্বের প্রায় ৮৪ শতাংশ দেশ আফগানিস্তান থেকে উদ্ভূত মাদক পাইপলাইনের সঙ্গে যুক্ত। 

Leave a Reply

Your email address will not be published.