আফ্রিকান ইউনিয়নের প্রধান সেনেগালের প্রেসিডেন্ট মকি সল শুক্রবার (৩ জুন) রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সোচি নগরীতে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।
বৃহস্পতিবার (২ জুন) সলের দফতর জানায়, তার এ সফরের লক্ষ্য ইউক্রেন সংঘাত শিথিল করার পাশাপাশি খাদ্যশস্য ও সারের সরবরাহ বাড়ানো। অতি প্রয়োজনীয় এ সব পণ্যের সরবরাহ বন্ধ থাকায় বিশ্ব, বিশেষকরে আফ্রিকার দেশগুলো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।