শেখ কামালের জন্মদিনে বঙ্গবন্ধু পরিষদের শ্রদ্ধা

শেখ কামালের জন্মদিনে বঙ্গবন্ধু পরিষদের শ্রদ্ধা

শেখ কামালের জন্মদিনের শ্রদ্ধা জ্ঞাপন করেছে বঙ্গবন্ধু পরিষদ। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শুক্রবার সকাল ১০টায় শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

এসময় বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক, সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী রেহান সোবহান, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণের সময় সংগঠনটির নেতারা শহীদ শেখ কামাল স্মরণে ১ মিনিট নীরবতা পালন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষ সংগঠনটির নেতারা শেখ কামালের রাজনৈতিক জীবনের পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতির ক্ষেত্রে অসামান্য অবদানের কথা তুলে ধরেন।

তারা বলেন, স্বাধীন বাংলাদেশে আবাহনী ক্রিড়া চক্র গঠন ও স্পন্দন শিল্পী গোষ্টী প্রতিষ্ঠার মাধ্যমে যুব সমাজকে ক্রীড়া ও সংস্কৃতি ক্ষেত্রে মনোনিবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শেখ কামাল।

Leave a Reply

Your email address will not be published.