দেশীয় প্রযুক্তিতে তৈরি হতো অস্ত্র, র‍্যাবের হাতে ধরা!

দেশীয় প্রযুক্তিতে তৈরি হতো অস্ত্র, র‍্যাবের হাতে ধরা!

পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার মাধপুর থেকে ১০টি দেশীয় ওয়ান শ্যুটারগানসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আজ শুক্রবার র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা, র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ‘পাবনা জেলার আতাইকুলা থানার মাধপুর মোড়ে’ অভিযান পরিচালনা করে।

এ সময় অবৈধ অস্ত্র ব্যবসায়ী মো. বিপ্লব মোল্লা (৩২), পিতা-মো. রমজান মোল্লা, সাং-গাঁও হাটবাড়ীয়া ও মো. লিটন ইসলাম (২৫), পিতা-মো. চান্দু ফকির, সাং-আটবাড়ীয়া (বোয়ালমারী), থানা-সাঁথিয়া, জেলা-পাবনাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিদের কাছ থেকে ১০টি দেশীয় ওয়ান শ্যুটারগান, ২টি মোবাইল ও ২টি সিমকার্ড উদ্ধার করে।

বিজ্ঞাপনর‌্যাব জানায়, আটককৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ নিজেদের ওয়ার্কশপে দেশীয় প্রযুক্তির মাধ্যমে অবৈধ অস্ত্র তৈরি করে নিজ এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল।

এসংক্রান্তে ধৃত আসামিদের বিরুদ্ধে পাবনা জেলার আতাইকুলা থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published.