শ্রমজীবীদের আর্মি রেটে রেশন দিতে হবে : শ্রমিক ফ্রন্ট

শ্রমজীবীদের আর্মি রেটে রেশন দিতে হবে : শ্রমিক ফ্রন্ট

শ্রমজীবীদের আর্মি রেটে রেশন প্রদান, নিত্যপণ্যের মূল্য কমানো ও জাতীয় ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণাসহ বিভিন্ন দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট। সংগঠনের নেতৃবৃন্দ তেল-গ্যাস-বিদ্যুৎ খাতে দুর্নীতি, লুটপাট ও অপচয় বন্ধ করার জোর দাবিও জানান।

আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। ঢাকা মহানগর সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রতন মিয়ার সভাপতিত্ব সমাবেশে বক্তৃতা করেন দলটির কোষাধ্যক্ষ জুলফিকার আলী, মহানগর কমিটির সহ-সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান লিপন, সহ-সম্পাদক মনির হোসেন মলিন, আইনবিষয়ক সম্পাদক হাবিবর রহমান, প্রচার সম্পাদক বাবু হাসান, অর্থ সম্পাদক নবী হোসেন ও সদস্য তানভীর নাঈম প্রমুখ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, করোনাকালে শ্রমজীবীদের চাকরিচ্যুতি বেড়েছে, আয়ও কমেছে। অথচ তাদের জীবন-যাপনে ব্যয়ও বেড়েছে অস্বাভাবিক হারে। মূল্যস্ফীতি এযাবতকালের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। চাল, ডাল, তেলসহ নিত্যপণ্যের দাম শ্রমজীবীসহ সাধারণ মানুষের জন্য ক্ষমতার বাইরে। নতুন করে জরুরি ওষুধের দামও বেড়েছে। কিন্তু ব্যয় বাড়লে আয় বা মজুরি বৃদ্ধির কোনো আয়োজন নেই।

সারাদেশে লোডশেডিংকে নতুন সংকট উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, নানা সংকটের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে লোডশেডিং। সরকারের দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে শতভাগ বিদ্যুতয়িত দেশে লোডশেডিং অব্যাহতভাবে চলছে। তাই অবিলম্বে লোডশেডিং বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published.