তামিমের কথায় ‘টেস্ট ম্যাচের মতো ব্যাটিং’

তামিমের কথায় ‘টেস্ট ম্যাচের মতো ব্যাটিং’

ওয়ানডের অন্যতম শক্তিধর দেশ বাংলাদেশকে সিরিজের প্রথম ওয়ানডেতে ৫ উইকেটে হারিয়ে দিয়েছে খর্বশক্তির জিম্বাবুয়ে দল। ৩০৩ রান করেও জিততে পারেনি বাংলাদেশ। অধিনায়ক তামিম ইকবাল মনে করেন, ১৫-২০ রান কম হয়েছে। এছাড়া তিনি শুরুতে ধীরগতির ব্যাটিংয়ের কথাও বলেন।

প্রথম ১০ ওভারে বাংলাদেশ তুলেছিল বিনা উইকেটে ৫১ রান। একইসঙ্গে পুরো সিরিজ থেকে লিটন দাসের ছিটকে যাওয়ার দুঃসংবাদও দেন তামিম।

ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক ইকবাল বলেন, ‘আমার মনে হয় না আমরা যথেষ্ট রান করেছি। আমাদের একটু বেশি করা উচিত ছিল, ১৫-২০ রান কম করেছি। আমরা জানতাম, প্রথম ১০-১৫ ওভার টেস্ট ম্যাচের মতো ব্যাটিং করতে হবে। আমরা নিয়মিত ক্যাচ ফেলি, একদিন না একদিন এর মূল্য চোকাতেই হতো; আজ হলো সেই দিন। আমার মনে হচ্ছে, লিটন দাস এই সিরিজে আর খেলতে পারবে না। বাকিদের ব্যাপারটা আরও জানতে হবে। ‘

অন্যদিকে অপরাজিত ১৩৫* রান করে ম্যাচসেরা সিকান্দার রাজা আরেক সেঞ্চুরিয়ান ইনোসেন্ট কাইয়ার প্রশংসা করে বলেন, ‘আমি মনে করি, ইনোসেন্ট ব্রিলিয়ান্ট ইনিংস খেলেছে। এমন একটা পার্টনারশিপ পাওয়া গেলে সবসময় কাজে দেয়। আমি মনে করি, সিনিয়র ক্রিকেটাররা এবার তরুণদের সামনে একটি সংস্কৃতির সূচনা ঘটানোর উদাহরণ সৃষ্টি করলেন। স্বীকার করছি, একটা সময় আমরা পিছিয়ে পড়েছিলাম, কিন্ত আমি ইনোসেন্টকে বলেছিলাম, যদি শেষ পর্যন্ত টিকে থাকতে পারি, তাহলে জিতবই। ‘

Leave a Reply

Your email address will not be published.