বিকেলে বাসায় ফিরছেন খালেদা জিয়া

বিকেলে বাসায় ফিরছেন খালেদা জিয়া

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে আজ বুধবার বিকেলে হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। 

চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান আজকের পত্রিকাকে এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বিকেলে ৫টার দিকে বাসায় ফিরবেন খালেদা জিয়া। এর আগে খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ে পর্যালোচনায় তাঁর মেডিকেল বোর্ডের সদস্যরা সভা করবেন। 

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে সবশেষ গত ২৮ আগস্ট রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। সেদিন তাঁকে হাসপাতালে ভর্তি করে কিছু পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। এর আগেও কয়েক দফায় এই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। 

গত ২২ আগস্ট এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসনের হৃদ্‌যন্ত্রের কয়েকটি পরীক্ষা (ইকো, ইসিজি, আল্ট্রাসনোগ্রাম ও এক্স-রে) করা হয়েছিল। সেগুলোর পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পরে মেডিকেল বোর্ড আরও কয়েকটি পরীক্ষার জন্য জরুরিভাবে হাসপাতালে ভর্তির সুপারিশ করে। সে কারণেই খালেদা জিয়াকে আবার হাসপাতালে নেওয়া হয়। 

 ২০১৮ সালের ফেব্রুয়ারিতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা হলে কারাগারে যেতে হয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায়ও তাঁর সাজার রায় আসে। দেশে করোনাভাইরাস মহামারি শুরুর পর খালেদা জিয়ার পরিবারের আবেদনে ২০২০ সালে ২৫ মার্চ তাঁকে নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয় সরকার। শর্ত দেওয়া হয়, তাঁকে দেশেই থাকতে হবে। 

কারাগার থেকে বেরিয়ে খালেদা জিয়া গুলশানের বাসা ফিরোজায় ওঠেন, এখন সেখানেই তিনি থাকছেন। ২০২১ সালে এপ্রিলে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর অসুস্থতার কারণে খালেদা জিয়াকে ছয় দফায় ঢাকার বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে। ৭৮ বছর বয়সী খালেদা জিয়া বহু বছর ধরে হৃৎপিণ্ডের রক্তনালিতে ব্লক, আর্থরাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। গত বছর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁর ‘পরিপাকতন্ত্রে’ রক্তক্ষরণ এবং লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথাও জানান চিকিৎসকেরা। 

Leave a Reply

Your email address will not be published.