রুশ সেনাদের হটিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে ইউক্রেনের সেনারা

রুশ সেনাদের হটিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে ইউক্রেনের সেনারা

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা ওলেক্সি আরেস্টোভিচ এক ভিডিও বার্তায় দাবি করেছেন, তাদের সেনারা খারকিভের দোভহেনকে শহর থেকে রুশ সেনাদের হটিয়ে দিয়েছে। এখন তারা ইজিয়ামের দিকে অগ্রসর হচ্ছে। 

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। খবরে বলা হয়েছে, রুশ সেনাদের সরিয়ে খারকিভের দোভহেন শহরকে পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে ইউক্রেন। এখন তারা আরও সামনে দিকে অগ্রসর হচ্ছে। এদিকে ইউক্রেনের জেনারেল স্টাফ জানিয়েছে, খারকিভের উত্তর, পূর্ব ও দক্ষিণ দিকে কামান, ট্যাংক দিয়ে হামলা হয়েছে। 

খারকিভের কিছু অংশ ইউক্রেনের সেনারা পুনর্দখল করার ব্যাপারে ওলেক্সি আরেস্টোভিচ বলেছেন, পরিস্থিতি খুবই ইন্টারেস্টিং, ইউক্রেনের সেনারা খুবই সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছে। দখল হারানো স্থানগুলো পুনরায় দখল করতে চেয়েছিল রুশ সেনারা। কিন্তু তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। ইউক্রেনের সেনারা খুব সম্ভবত তাদের ঘিরে ধরবে। 

তবে প্রেসিডেন্ট জেলেনস্কির এই উপদেষ্টার দাবির কোনো সত্যতা যাচাই করতে পারেনি সংবাদমাধ্যমটি।

Leave a Reply

Your email address will not be published.