দৈনিক আমাদের সংবাদ ডেস্ক :: দেশের বিভিন্ন স্থানে আজ সোমবার (২৮ এপ্রিল) বজ্রপাতে ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুমিল্লার মুরাদনগর ও বরুড়া উপজেলায় চারজন, কিশোরগঞ্জের অষ্টগ্রাম ও মিঠামইনে তিনজন, নেত্রকোনার মদনে একজন, সুনামগঞ্জের শাল্লায় একজন এবং চাঁদপুরের কচুয়ায় একজন মারা গেছেন।
কুমিল্লা: কুমিল্লার মুরাদনগরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কোরবানপুর পূর্ব পাড়া কবরস্থানের পাশের জমিতে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- পূর্বধইর পূর্ব ইউনিয়নের কোরবানপুর পশ্চিম পাড়ার মৃত বীর চরন দেবনাথের ছেলে নিখিল দেবনাথ (৫৫) ও উপজেলার আন্দিকোট ইউনিয়নের দেওড়া গ্রামের জসিম উদ্দিন ভূঁইয়ার ছেলে জুয়েল ভূঁইয়া (৩২)।
স্থানীয় ইউপি সদস্য সফিকুল ইসলাম জানান, কোরবানপুর পূর্ব পাড়া কবরস্থানের পাশের মাঠে কৃষকরা ধান কাটার সময় বৃষ্টি শুরু হয়। এ সময় আচমকা বজ্রপাতে আমাদের গ্রামের নিখিল ও দেওড়া গ্রামের জুয়েল মারা যায়। বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কুমিল্লার বরুড়ায় ঘুড়ি ওড়াতে গিয়ে বজ্রপাতে দুই কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে এক শিশু। সোমবার (২৮ এপ্রিল) উপজেলার খোশবাস উত্তর ইউনিয়নের পয়ালগুচ্ছ গ্রামে বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। মৃতরা হলো- মো. খোকন মিয়ার ছেলে জিহাদ (১৪) ও মো. বিল্লাল হোসেনের ছেলে ফাহাদ (১৩)। আহত হয়েছে কামাল হোসেনের ছেলে আবু সুফিয়ান (৭)।
নেত্রকোনা: নেত্রকোনার মদনে মাদ্রাসা যাওয়ার পথে বজ্রপাতে আরাফাত (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের তিয়শ্রী গ্রামে নিজ বাড়ির সামনেই বজ্রপাতে মৃত্যু হয় তার। আরাফাত উপজেলার তিয়শ্রী গ্রামের আব্দুস ছালামের ছেলে। মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান ও সংশ্লিষ্ট ইউপি সদস্য মোতাহার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের অষ্টগ্রাম ও মিঠামইনে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকালে অষ্টগ্রাম ও মিঠামইনের পৃথম স্থানে এ মর্মান্তিক ঘটনা ঘটে। তারা হলেন- ইন্দ্রজিত দাস (৩০), স্বাধীন মিয়া (১৪) ও ফুলেছা বেগম (৬৫)।
অন্যদিকে মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের রানীগঞ্জ গ্রামে ধানের খড় ঢাকতে গেলে বজ্রপাতে মৃত আশ্রব আলীর স্ত্রী ফুলেছা বেগম (৬৫) মারা যায়। বজ্রপাতে মর্মান্তিক মৃত্যু হয়। অষ্টগ্রাম থানার ওসি রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ও দুপুরে পৃথক স্থানে বজ্রপাতে দুজন মারা গেছেন।
সুনামগঞ্জ: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় হাওরে গরুকে ঘাস খাওয়াতে গিয়ে বজ্রপাতে মো. রিমন তালুকদার (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার আটগাঁও ইউনিয়নের আটগাঁও গ্রামের কাছের বুড়িগাঙ্গাল হাওরে এ ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শাল্লা থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম।
চাঁদপুর: কালবৈশাখী ঝড়ে চাঁদপুরের কচুয়ায় বজ্রপাতের বিকট শব্দে হার্ট অ্যাটাক করে বিশকা রানী সরকার (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার উত্তর কচুয়া ইউনিয়ন পরিষদের নাহারা গ্রামে এ ঘটনা ঘটে। বিশকা রানী সরকার চাঁদপুরের কচুয়া উপজেলার ৩নং ইউনিয়নের নাহারা গ্রামের পূর্বপাড়া মন্দির ওয়ালা বাড়ির হরিপদ সরকারের স্ত্রী।
ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে এক কৃষক মারা গেছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার সোনারামপুর ইউনিয়নের চর-মরিচাকান্দি বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত মানিক মিয়া (৬০) চর-মরিচাকান্দি বিলপাড়ার বাসিন্দা। আহত হয়েছেন হানিফ মিয়া (৬৫)।
Discussion about this post