স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর বিটের অধীনে তেলিহাটি এলাকায় বনের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে বনবিভাগ। আজ শনিবার সকাল সাড়ে ৮টা থেকে এই উচ্ছেদ অভিযানটি শুরু হয়।
ঢাকা বনবিভাগ এই উচ্ছেদ অভিযানের পরিচালনা করছেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বন বিভাগের উর্ধতন কর্মকর্তা, রেঞ্জ কর্মকর্তা, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজিব আহমেদ, শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মোখলেছুর রহমানসহ বিভিন্ন অফিসের বিট কর্মকর্তা ও কর্মচারীরা। এতে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব, আনসার বাহিনী এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারাও সহযোগিতা করছেন।
বনবিভাগ সুত্র জানায়, শ্রীপুর রেঞ্জের আওতাধীন তেলিহাটির তালতলি ও মুরগীর বাজার লাকায় অবৈধ দখলদারদেরকে সরে যাওয়ার জন্য অনেকবার নোটিশ ও মাইকিং করে জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তারা তাদের স্থাপনা সরিয়ে নেয়নি। আজ সকালে উচ্ছেদ অভিযান শুরু করলে তারা কান্নাকাটি করে এবং উচ্ছেদ কাজে বাধা সৃষ্টি করে। পরে যৌথ বাহিনীর সদস্য ও বনবিভাগের কর্মকর্তারা তাদেরকে সরিয়ে দিয়ে অর্ধ শতাধিক ঘরবাড়ি গুড়িয়ে দেয়।
তেলিহাটি এলাকার মকবুল জানান , ২০-৩০ বছর আগে এসব জায়গায় বাড়ি ঘর তৈরি করে বসবাস করে আসছে লোকজন। এখন ঘরগুলো ভেঙ্গে দিচ্ছে। লোকগুলো যাবে কোথায়?
একই এলাকার নাজমা বলেন, আমরা ঘর বাড়ি করার সময় বন বিভাগের লোকদের সাথে আলোচনা করেই ঘর তৈরি করেছি। আজকে আমাদের ঘরবাড়ি ভেঙ্গে দিচ্ছে। তারা বলছে মাইকিং করেছে কিন্তু আমরা শুনিনি।
শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মোখলেছুর রহমান বলেন, এই এলাকায় বনভূমি দখল ও গাছ কেটে নেওয়ার অভিযোগ রয়েছে। তাদেরকে বারবার বাঁধা দিলেও তারা মানেনি। ওইসব দখলদারদের বিরুদ্ধে এই অভিযান। নতুন করে কেউ বনের জায়গায় অবৈধ স্থাপনা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং বনভূমি পুনরুদ্ধারে নিয়মিত অভিযান চালানো হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজিব আহমেদ বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বনভূমি রক্ষায় সকলের বনায়নের কোনো বিকল্প নেই। বন সংরক্ষণে সকলকেই এগিয়ে আসতে হবে। অবৈধ দখলদারত্বের হাত থেকে বন বাঁচাতে এমন অভিযান নিয়মিত চলবে।
Discussion about this post