স্টাফ রিপোর্টার, মো: নাজমুল ইসলাম:- “উপহার নয়, দোয়াই কাম্য”—এই প্রতিপাদ্য সামনে রেখে ব্যতিক্রমধর্মী আয়োজনে একমাত্র কন্যার বিয়ে দিলেন গাজীপুরের কাশিমপুর ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইমরান হোসেন ৩নং ওয়ার্ডের রওশন মার্কেটে অনুষ্ঠিত হয় এই অনাড়ম্বর বিয়ের অনুষ্ঠান, যেখানে ছিল না কোনো উপহার গ্রহণের আনুষ্ঠানিকতা কিংবা পুরনো রীতি অনুসারে খাতা নিয়ে বসার টেবিল। তবে প্রীতিভোজ অনুষ্ঠানে ছিল আপ্যায়ন এর জন্য হরে রকম এর আইটেম। গরুর জালি কাবাব, চিংড়ির কাবাব, মুরগির রোস্ট, খাসির মাংস ও গরুর মাংস, পোলাও, সাদা ভাত, হরেক রকম সবজি দিয়ে সালাত, দই কোনো কিছুরই কমতি ছিলোনা আয়োজনে। আমন্ত্রিত অতিথিদের কাছ থেকে চাওয়া হয়েছে শুধু আন্তরিক দোয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। তিনি কনের পরিবারের এই মানবিক ও বিনয়ী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং নবদম্পতির জন্য শুভকামনা জানান। ইমরান জানান, বর্তমান সময়ের বিয়ের বাড়তি খরচ ও বাহুল্য থেকে বেরিয়ে এসে সমাজে একটি ইতিবাচক বার্তা দেওয়ার লক্ষ্যেই এই ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছেন তিনি। স্থানীয়রা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন, এমন সচেতনতা সমাজে আরও ছড়িয়ে পড়বে।
Discussion about this post