নিজস্ব প্রতিবেদক:- নাটোর সদর উপজেলায় সাবেক ব্যাংক কর্মকর্তা আইয়ুব আলীর বাড়িতে ডাকাতি হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) রাত আড়াইটার দিকে হালসা ইউনিয়নের পার হালসা গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ ও ভুক্তভোগীরা জানায়, আইয়ুবের বাড়ির সবাই ঘুমিয়েছিল। হঠাৎ করেই ৮-১০ জনের একটি ডাকাত দল দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। অস্ত্রের ভয় দেখিয়ে বাড়ির সবাইকে হাত ও পা বেঁধে ফেলে তারা। এরপর বাড়ির বিভিন্ন আলমারি ভেঙে ৫-৬ ভরি স্বর্ণালংকার এবং নগদ প্রায় ২০ হাজার টাকা ও বেশ কিছু শাড়ি কাপড় লুট করে নিয়ে যায় ডাকাত দল। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Discussion about this post