নিজস্ব প্রতিবেদক, নাটোর:- নাটোরের লালপুরে আইনজীবীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ডাকাত দল আইনজীবী ও মহিলাসহ ৩জনকে কুপিয়ে আহত করে নগদ টাকাসহ প্রায় ১০ ভরি স্বর্ণালংকার লুটে নিয়ে গেছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) লালপুরের চকবাদেকুলপাড়া গ্রামে অ্যাডভোকেট সাধন কুমার দাসের বাড়িতে গভীর রাতে এ ঘটনা ঘটে। সাধন কুমার মৃত ননী গোপাল দাসের ছেলে।
জানা যায়, বুধবার দিবাগত গভীর রাতে মুখোশধারী ডাকাতরা সাধন কুমার দাসের বাড়িতে ঢুকে তাকে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
পরিবারের দাবি, এ সময় তারা অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৩ লাখ ১০ হাজার টাকা ও প্রায় ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ডাকাতদের অস্ত্রের আঘাতে সাধন কুমার দাস, তার ভাতিজা রিপন কুমার দাস (৩৫) ও ভাতিজার স্ত্রী সুমী রানী (২৫) আহত হন।
স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় সাধন কুমার ও রিপনকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেলে পাঠান।
রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে লালপুর থানার ওসি (তদন্ত) মমিনুজ্জামান জানান, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Discussion about this post