শেখ মামুনুর রশীদ মামুন:-ময়মনসিংহে স্পেশাল ও দায়রা জজ আদালতের বাসভবনে সংঘটিত চুরির ঘটনা মাত্র ১৬ ঘণ্টার মধ্যে উদ্ঘাটন করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। ঘটনায় জড়িত পেশাদার চোর মো. জুয়েল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার ও নগদ এক লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। ২২ এপ্রিল সকাল ১০টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিটের মধ্যে ময়মনসিংহ কোতোয়ালী থানাধীন পন্ডিতপাড়ায় মুমিনুন্নেছা এক্সএল টাওয়ারের নবম তলায় বিচারক মহোদয়ের বাসায় এ চুরির ঘটনা ঘটে। অজ্ঞাতনামা চোর বাসার মূল দরজার তালা ভেঙে ঢুকে কাঠের আলমারির ড্রয়ার থেকে ৬ ভরি স্বর্ণালঙ্কার ও ২ লাখ ২০ হাজার টাকা চুরি করে। ওই দিনই কোতোয়ালী মডেল থানায় ৪৫৪/৩৮০ ধারায় মামলা (নং-৭৩) রুজু করা হয়। পুলিশ সুপারের নির্দেশে ডিবির একটি দল দ্রুত তদন্তে নামে। অভিযান চালিয়ে তারাকান্দা থানার কান্দাপাড়া গ্রামের বনপাড়া এলাকা থেকে জুয়েল মিয়াকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে—০১ জোড়া স্বর্ণের বালা,০১ জোড়া স্বর্ণের চুরি,০২টি স্বর্ণের চেইন,০২ জোড়া কানের দুল,০৩টি স্বর্ণের আংটি,নগদ ১,০০,০০০ টাকা পুলিশ জানায়, গ্রেফতারকৃত জুয়েল মিয়া একজন অভিজ্ঞ পেশাদার চোর। তার বিরুদ্ধে একাধিক চুরি ও মাদকের মামলা রয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।
Discussion about this post