মোঃ ফজলুল কবির গামা, ঝিনাইদহ থেকে-বিশেষ প্রতিনিধি:- বাংলাদেশে অনেক ডাক্তার আছে। যারা অনেক অভিজ্ঞ। যারা প্রতিদিন হাজার হাজার রোগীর চিকিৎসা করছেন সুস্থ করে তুলছেন। কিন্তু তার বিনিময়ে রোগীদের দিতে হয় অধিক পরিমাণ টাকা। এটা সত্য যে টাকা ছাড়াও চলা কঠিন। এটাও সত্য দুনিয়ায় টাকা ছাড়া কিছু হয় না। কিন্তু কোন ডাক্তার যদি চান তার সাধ্যমত ছাড় রোগীদের দিতে পারেন। এমনই এক ডাক্তার অধ্যাপক ডাঃ মোঃ হাসানুজ্জামান।[এম.বি.বি.এস, এফ.সি.পি.এস(অবস্ এন্ড গাইনী) প্রসুতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ও সার্জন। বাংলাদেশী অধিকাংশ নারীদের বিভিন্ন মেয়েলি সমস্যা হয়ে থাকে যার চিকিৎসা অনেক ব্যয়বহুল। কিন্তু বাংলাদেশে অধিকাংশ পরিবার দরিদ্র। দরিদ্র পরিবারের পক্ষে টাকা খরচ করে চিকিৎসা করা সম্ভব হয় না। ফলে অধিক সংখ্যক নারীর মৃত্যু হয়। সেই দরিদ্র মা-বোনেদের কথা ভেবেই, ডাঃ হাসানুজ্জামান তার দরিদ্র রোগীদেরকে তার সাধ্যমত ছাড় দেওয়ার চেষ্টা করেন। কখনো কখনো পরিস্থিতি বুঝে বিনা অর্থে চিকিৎসা দান করেন। সে রোগীদের কথা চিন্তা করে অনেক সময় রোগীদের বিভিন্ন পরীক্ষার খরচ কমিয়ে নেন। তার চেম্বারঃ হাসান ক্লিনিক। শহীদ মশিউর রহমান সড়ক, ঝিনাইদহ। তার মতো সৎ, নিষ্ঠাবান, জন-দরদী ডাক্তার আজকের যুগে খুঁজে পাওয়া সত্যিই খুব কঠিন বিষয়। তাই এক কথায় তাকে দুর্লভ ব্যক্তি বলা চলে। তার মত ব্যক্তিকেই বলা যায় আজকের দিনের হিরো।
Discussion about this post