স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের শ্রীপুরে একটি জিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা অপর একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এতে এক শ্রমিকের মৃত্যু হয়। এ সময় দুর্ঘটনায় আরো ৪ জন আহত হয়েছে। আজ বুধবার সকালে মাওনা-বরমী আঞ্চলিক মহাসড়কে উপজেলার টেপিরবাড়ী এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম আনসারুল (৬৫)। তিনি রংপুরের বদরগঞ্জ উপজেলার সর্দারপাড়া গ্রামের মৃত মইন উদ্দিনের ছেলে। আহতরা সবাই সিএনজির যাত্রী ছিলেন।
আহতরা হলেন- মো: আলম, ইয়াকুব আলী, আব্দুস সাত্তার ও লুৎফর রহমান। আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, বরমীবাজার অভিমুখী একটি কাভার্ড ভ্যান আগে থেকেই সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। সকাল সোয়া ৫টার দিকে একটি সিএনজি মাওনা পল্লীবিদ্যুৎমোড় এলাকা থেকে ৫ জন যাত্রী নিয়ে বরমী যাচ্ছিল। পরে টেপিরবাড়ী এলাকায় পৌঁছলে সিএনজি চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে আনসারুলের মৃত্যু হয় এবং আরো ৪জন আহত হয়। আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আসমা-উল হোসনা বলেন, ‘মৃত অবস্থায় একজনকে হাসপাতালে আনা হয়েছিল। তার নাম আনসারুল। বাকি ৪ জনের মধ্যে একজনের অবস্থা গুরুতর। উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
শ্রীপুর থানার এসআই মনোয়ার হোসেন বলেন, আনসারুলের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর সিএনজির চালক পালিয়ে গেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
Discussion about this post