স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডলের ঘুষ বাণিজ্যের একটি অডিও ফাঁস হওয়ার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) গাজীপুরের পুলিশ সুপার (এসপি) এ তথ্য জানিয়েছেন।
গাজীপুরের পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী মো. যাবের সাদেক জানিয়েছেন, ‘অডিও রেকর্ডটির ফরেনসিক যাচাই করা হবে। এ ঘটনায় এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি আজ থেকে তদন্ত কাজ শুরু করেছে।’
পুলিশ সুপার বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। যার সঙ্গে কথা বলার অডিও রেকর্ড; তাকেও আমি আমার অফিসে ডেকেছি। পুরো বিষয়টি নিয়ে আমি কথা বলব। বিষয়টি সম্পর্কে জেনে-বুঝে অবশ্যই আমরা ব্যবস্থা নেব। আমরা সবাইকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে চাই।’ এর আগে গত রবিবার রাতে শ্রীপুর থানার ওসির একটি অডিও রেকর্ড ফাঁস হয়। অডিও রেকর্ডটি ফেসবুকে ছড়িয়ে পড়ে।
অডিও রেকর্ডটিতে ওসিকে বলতে শোনা যায়, ‘আমি আমিনুলরে বলে দিছি, আমারে এক লাখ ৩০ দে।’ যদিও ফাঁস হওয়া অডিও রেকর্ডটি এডিট (সম্পাদনা) করা ভয়েস বলে দাবি করেছেন ওসি মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল। অডিওটিতে যার সঙ্গে কথা বলা হয়েছে তার নাম সেলিম শিকদার। তিনি শ্রীপুর উপজেলার নগরহাওলা গ্রামের জালাল উদ্দিনের ছেলে। সেলিম ওই এলাকার একজন ঝুট ব্যবসায়ী।
Discussion about this post