শেখ মামুনুর রশীদ মামুন:- ১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়, যাতে অংশগ্রহণ করেন সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন। সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা অটিজম বিষয়ে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন এবং অটিজমে আক্রান্ত শিশুদের অধিকার ও সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে সমাজে তাদের জন্য অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরির আহ্বান জানান। বক্তারা বলেন, সঠিক পরিচর্যা ও সহানুভূতিশীল মনোভাবের মাধ্যমে অটিজম আক্রান্ত শিশুরাও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মোঃ গোলাম মাসুম প্রধান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক দেবাশীষ সরদার এবং বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক রাজু আহমেদ। দিনব্যাপী এ আয়োজনে অটিজম বিষয়ে সচেতনতা মূলক ভিডিও প্রদর্শন ও শিশুদের চিত্রাঙ্কন কর্মশালারও আয়োজন করা হয়।
Discussion about this post