আল আমিন,নাটোর প্রতিনিধি :- নাটোরে বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় আসামী মেহেদী হাসান(২২) কে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানা করেছেন আদালত। আজ ২২ শে এপ্রিল দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। সাজা প্রাপ্ত ব্যক্তি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার বৃচাপিলা গ্রামের আব্দুর রহিম শেখের ছেলে। মামলা বিবরণী থেকে জানা যায় একই গ্রামের ১৪ বছরের এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে মেহেদী হাসান(২২)। এরই এক পর্যায়ে ২০২২ সালের ৩০ শে জানুয়ারি রাত বারোটা ২৫ মিনিটে কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ির পাশে বাঁশ বাগানে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করানো হয়। এ বিষয়ে মেয়ের মা বাদী হয়ে গুরুদাসপুর থানায় মেহেদী হাসানকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন।মামলার শুনানী শেষে বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আসামি মেহেদী হাসানকে (২২) দোষী সাব্যস্ত করে এ রায় ঘোষণা করেন। রায়ে তিনি উল্লেখ করেন জরিমানার এক লক্ষ টাকা ভিকটিম পাবে। নাটোর জজ আদালতের স্পেশাল পিপি আব্দুল কাদের রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
Discussion about this post