ঝিনাইদহ বিশেষ প্রতিনিধি, মোঃ ফজলুল কবির গামা:- বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদ এবং হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে ঝিনাইদহ কেসি কলেজ ছাত্রদলের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকালে ঝিনাইদহ কেসি কলেজ গেটে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সেসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, সহ-সভাপতি ও সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইমরান হোসেন, সহ-সভাপতি আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক শাহেদ আহমেদ, যুগ্ম-সম্পাদক রাজ হিমেল, সদর থানা ছাত্রদলের আহবায়ক মামুনুর রহমান মামুন, কেসি কলেজ ছাত্রদলের আহবায়ক শিমুল আল-মাসুদ, সদস্য সচিব মেহেদী হাসান, যুগ্ম-সম্পাদক মেহেদী হাসান লাবিবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বক্তারা ছাত্রদল নেতা ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
Discussion about this post