আল আমিন, নাটোর প্রতিনিধি :- ঢাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রদল। নাটোর নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজ প্রাঙ্গনে এই মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী, জুলাই-আগস্ট আন্দোলনে অকুতোভয় সংগ্রামী প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ২২৩ ব্যাচের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১ টার দিকে নাটোর নবাব সিরাজ -উদ দৌলা কলেজের সামনে কলেজ ছাত্রদলের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান হেলাল, ছাত্রদলের সভাপতি ইসলাম কামরুল ইসলাম , সাধারন সম্পাদক মারুফ ইসলাম সৃজন,কলেজ ছাত্রদলের সাধারন সম্পাদক মীর হাবিব সহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারন ছাত্র- ছাত্রীরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা পারভেজের হত্যা কারীরা যে দলের বা সংগঠনের হোক না কেন আসামীদের দূত শনাক্ত করে গ্রেফতার করার দাবী জানান। আসামীদের দূত গ্রেফতার না করলে কঠোর কর্মসূচির দিতে বাধ্য হবে তারা।
Discussion about this post