স্টাফ রিপোর্টার, টঙ্গী:: টঙ্গী শিল্প এলাকায় কুখ্যাত মাদককেন্দ্র মাজার বস্তি, ব্যাংকের মাঠ ও কেরানীর টেক বস্তিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযানে ১০ জন আটক হয়েছে। আজ সোমবার (২১ এপ্রিল) টঙ্গী পুলিশ এই তথ্য জানায়। রবিবার রাতভর এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, টঙ্গী পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাজার বস্তি এলাকা থেকে ছিনতাইকারী সন্দেহে চারজন ও রাস্তা থেকে তিনজনকে আটক করা হয়। একই অভিযানে টঙ্গী পূর্ব থানার ব্যাংকের মাঠ ও কেরানীর টেক বস্তি থেকে তিনজনকে আটক করা হয়।
আটকৃতরা হলেন— মনির হোসেন (৩২), মাসুম আহমেদ (৩০), সিয়াম (২০), রাজু সরকার (২১), জুনা মিয়া ( ২৩), শহিদুল ইসলাম (৪৭), এরশাদ প্রামাণিক (৩৫), রাব্বি (২৫), ফাহিম (২২) ও তাজবির হোসেন (২১)।
টঙ্গী পূর্ব থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান ও টঙ্গী পূর্ব থানায় ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম সংবাদটি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Discussion about this post