স্টাফ রিপোর্টার মো: নাজমুল ইসলাম:- গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুরের ৪ নং ওয়ার্ডের আয়নাল মার্কেট এলাকার শত শত বাসিন্দা বর্তমানে চরম দুর্ভোগে পড়েছেন। অভিযোগ উঠেছে, এলাকার সিকদার বাড়ির পাশ দিয়ে যাওয়া দীর্ঘ ৩০ বছরের পুরনো চলাচলের রাস্তাটি হঠাৎ করেই বন্ধ করে দিয়েছেন বিএনপির স্থানীয় নেতা আব্দুর রাজ্জাক রাজু। স্থানীয় সূত্রে জানা যায়, এই রাস্তাটি এলাকাবাসীর নিজ উদ্যোগেই নির্মিত হয়। জমির দুই পাশের মালিকরা স্বেচ্ছায় জায়গা ছেড়ে পথটি তৈরি করেন, যা পরবর্তীতে সিটি কর্পোরেশন কর্তৃক ইট সলিং করা হয়। ২০২২ সালে বিডিএস কার্যক্রম শুরুর পর রাস্তাটি সরকারি রেকর্ডেও অন্তর্ভুক্ত হয়। তবে গত ১২ এপ্রিল, শনিবার, রাস্তাটি হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়। এতে স্কুলগামী শিশু থেকে শুরু করে জরুরি প্রয়োজনে চলাচলকারী সাধারণ মানুষ চরম বিপাকে পড়েছে। এলাকাবাসীরা জানান, এমন পরিস্থিতিতে একজন মানুষ মারা গেলেও তার লাশ নেওয়ার মতো পথও আর অবশিষ্ট নেই। গাজীপুরের কাশিমপুর ৪নং ওয়ার্ডে বিএনপি নেতা আব্দুর রাজ্জাক রাজুর বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি ও বিচার বসিয়ে সাধারণ মানুষকে হেনস্তা করার মতো গুরুতর অভিযোগ উঠেছে। তিনি দীর্ঘদিন ধরে দলীয় পরিচয় ব্যবহার করে নানা অনিয়মে জড়িয়ে পড়েছেন, যার ফলে এলাকার জনজীবন আজ অস্থির হয়ে উঠেছে।সম্প্রতি তিনি শতাধিক মানুষের চলাচলের প্রধান একটি রাস্তা বন্ধ করে দেন, যার ফলে স্থানীয়দের দুর্ভোগ চরমে পৌঁছেছে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এমন কার্যকলাপে অতিষ্ঠ হলেও ভয়ে কেউ প্রকাশ্যে মুখ খুলতে পারছেন না। অভিযোগ রয়েছে, আব্দুর রাজ্জাক রাজু নিজেকে বিএনপির প্রভাবশালী নেতা পরিচয় দিয়ে নিরীহ ও অসহায় মানুষের জমি দখল করে নিচ্ছেন। শুধু তাই নয়, বিচার বসিয়ে ব্যক্তিগত স্বার্থে ‘রায়’ প্রদান এবং তার মাধ্যমে সাধারণ মানুষকে হুমকি দেওয়া, ভয়ভীতি দেখানো ও আর্থিকভাবে হয়রানি করার মতো ঘটনাও ঘটেছে বলে জানা যায়।সরকার পরিবর্তনের পর যখন দেশে স্বস্তির বাতাস বইছে, ঠিক তখনই কিছু অসাধু রাজনৈতিক ব্যক্তির অপকর্ম জনজীবনে অস্থিরতা সৃষ্টি করছে বলে মনে করছেন সচেতন নাগরিকরা। স্থানীয় এক বাসিন্দা বলেন, “আমরা ৩০ বছর ধরে এই রাস্তা দিয়ে চলাফেরা করছি। হঠাৎ করে রাজনীতি আর ব্যক্তি স্বার্থের জন্য জনগণের পথ বন্ধ করে দেওয়াটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।বিএনপি নেতা রাজু ‘রিস কটন’ নামের একটি প্রতিষ্ঠানের সহযোগিতায় এ কাজ করেছেন। তারা আরও দাবি করেন, সরকার পরিবর্তনের পর দেশে শান্তি ফিরলেও কিছু অসাধু রাজনৈতিক ব্যক্তির অপকর্মের কারণে জনজীবন আজ আবার অস্থির হয়ে উঠছে। এলাকাবাসীর একটাই দাবি—রাস্তাটি দ্রুত খুলে দেওয়া হোক এবং চলাচলের স্বাভাবিক অবস্থা পুনঃস্থাপন করা হোক। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগীরা।
Discussion about this post