নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:: যেখানে অন্যায়-অবিচার, সেখানেই সেনাবাহিনী’ -সেনাবাহিনীর সামাজিক ও মানবিক ভূমিকাকে সামনে আনলেন ময়মনসিংহ সেনানিবাসের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট কর্নেল হাসান হাফিজুল হক। আজ রোববার সকালে ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রিজ মোড়ে পরিবহণ শ্রমিকদের জন্য আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী পরিবর্তিত পরিস্থিতিতে আজ জনগণের সাথেই কাজ করছে। সঙ্কটে, অবিচারে, অন্যায়ের বিরুদ্ধে সেনাবাহিনী সর্বদা জনগণের পাশে রয়েছে। এই বাহিনীকে জনগণের কল্যাণে কাজে লাগাতে হবে।’
সেনাবাহিনীর প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় ও জেলা ট্র্যাফিক বিভাগের সহযোগিতায় এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে ময়মনসিংহ জেলা মোটরযান মালিক ও শ্রমিক ইউনিয়ন। দিনব্যাপী এ প্রশিক্ষণে ময়মনসিংহ জেলার শতাধিক পেশাদার গাড়িচালক অংশ নেন। আলোচনায় অংশ নেন মেজর ফরহাদ, বিআরটিএ সহকারী পরিচালক আবু নাঈম, জেলা ট্র্যাফিক ইন্সপেক্টর আবু নাসের মোহাম্মদ জহির প্রমুখ।
Discussion about this post