স্টাফ রিপোর্টার :: গাজীপুরের গাছা থানার হারিকেন এলাকার একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ পোশাক শ্রমিক আব্দুল হারিসের (৫০) মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৮ এপ্রিল) ভোর সাড়ে চারটার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্র চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।
তিনি জানান, গত মঙ্গলবার গাজীপুর থেকে বদ্ধ অবস্থায় একই পরিবারের তিনজনকে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এদের মধ্যে আজ ভোরে পোশাক শ্রমিক হারিস চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। শ্রমিক হারিস মিয়ার শরীরে ৬৫ শতাংশ দগ্ধ হয়। এছাড়া তার স্ত্রী পোশাক শ্রমিক আয়েশা আক্তারের শরীরে ৬০ শতাংশ ও তাদের ছেলে মইনুল ইসলামের শরীরে ৩৩ শতাংশ দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের দুজনের অবস্থাও আশঙ্কাজনক। তার বাড়ি সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার মৃত আব্দুল করিমের ছেলে ছিল।
Discussion about this post