নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘অহঙ্কারী ও অত্যাচারী শাসকের পরিণতি কী হতে পারে হাসিনাকে দেখে তা ভবিষ্যত প্রজন্মকে শিখতে হবে। জামায়াতকে নিষিদ্ধ করতে গিয়ে জনগণ হাসিনাকেই নিষিদ্ধ করে দিয়েছে। জুলাই আন্দোলনে হাতহতদের রক্তের ঋণ শোধ করতে হবে আমাদের। আমরা তাদের কাছে দায়বদ্ধ।’ আজ শুক্রবার সকালে কুমিল্লার লাকসামে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাম পরওয়ার।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, ‘পর্যাপ্ত সংস্কার এবং শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার সম্পন্ন করে জাতীয় নির্বাচন দিলে আমরা সে নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। সংস্কার ও বিচারের আগে কোনো নির্বাচন নয়। আমাদের দলের আমির (শফিকুর রহমান) ইতোমধ্যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। নতুন স্বনির্ভর বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যের বিকল্প নেই।’
নতুন বাংলাদেশ হবে পূর্ণ স্বাধীন জানিয়ে গোলাম পারওয়ার বলেন, ‘এখানে জনগণের অধিকার থাকবে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে, ইনসাফপূর্ণ অর্থনীতি হবে, সঠিক বিচার ব্যবস্থা নিশ্চিত হবে। এ দেশ থেকে হাজার কোটি টাকা বিদেশে পাচার হবে না।’
Discussion about this post