নিজস্ব প্রতিবেদক :: ভালুকা উপজেলার হবিরবাড়ী গ্রামে সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে হত্যা ও অস্ত্র মামলার আসামিসহ পাঁচজনকে গ্রেফতার করেছে। তদের কাছ থেকে ভারতীয় মদ ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ভালুকা মডেল থানার ওসি শামছুল হুদা জানান, গতরাতে সেনাবাহিনীর সদস্যরা ভালুকা উপজেলার হবিরবাড়ীর ইউনিয়নের মাস্টারবাড়ির পার্শ্ববর্তী উপজেলার শ্রীপুরের জৈনাবাজার এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে হবিরবাড়ী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহাদাৎ শিকদার (৩৫), সিডস্টোর এলাকার কালা মিয়ার ছেলে ইউনিয়ন যুবলীগের সহ-সম্পাদক মো. দেলোয়ার হোসেন (২৮), সিডস্টোর এলাকার মো. মোর্শেদ ওরফে পিস্তল মোর্শেদকে (২৮) ভালুকা থানায় এবং আলমগীর হোসেন ও মো. আনোয়ার হোসেনকে গাজীপুরের শ্রীপুর থানায় সোর্পদ করেছেন। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা ও অস্ত্র মামলা রয়েছে।
ভালুকা সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার জানান, অভিযানে হত্যা ও অস্ত্র মামলার আসামিসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের থানায় সোর্পদ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা গোপনে দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা করছিল। আইনশৃঙ্খলা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।
Discussion about this post