স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুরের টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাত সাড়ে নয়টার দিকে টঙ্গীর এরশাদনগর এলাকায় ৫ নং ব্লকে এ ঘটনা ঘটে। আহত ওই যুবকের নাম রনি (৩২)। তিনি এরশাদনগর এলাকার ফটিক মিয়ার ছেলে।এ ঘটনায় বুধবার টঙ্গী পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন রনির বড় ভাই নাসির মিয়া।
এ ঘটনার অভিযুক্তরা হলেন-এরশাদনগর এলাকার চিহ্নিত সন্ত্রাসী কামরুল ইসলাম ওরফে কামু (৫৫), দিলা (৩৫),রবু (২৬), শাকিল (২৩),সাগর (৩০), রমিজ (৩০) ও সোবাহান (২৫)। অভিযোগ পত্রে অজ্ঞাত আরো চারজনকে অভিযুক্ত করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শত্রু জেরে গত সোমবার রাতে টঙ্গী এরশাদনগর এলাকার ৫ নং ব্লক এলাকায় লাঠি ও চাপাতি নিয়ে রনির ওপর অতর্কিতভাবে হামলা চালায়।এ সময় লাঠি ও চাপাতি দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে মারধর করে রনিকে গুরুতর জখম করে। পরে রনির ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়।পরের স্থানীয়রা আশংকাজনক অবস্থায় রনিকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনার দুই দিন পর রনির বড় ভাই নাসির মিয়া টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফরিদুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি।তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Discussion about this post