স্টাফ রিপোর্টার, গাজীপুর ::- গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ করেছে। এরফলে যানচলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ জানায়, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক জৈনা বাজার এলাকার এইচ ডি এফ পোশাক কারখানার তিন শতাধিক শ্রমিক এ বিক্ষোভে অংশগ্রহণ করেছে। আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১০:২০ মিনিট থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার অংশে শ্রমিকরা অবরোধ শুরু করে। মার্চ মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবি-দাওয়া আদায়ের জন্য তারা রাস্তায় নেমে আসায় মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
শ্রমিকরা জানান, ন্যায্য বকেয়া পাওয়ার দাবিতে তারা এই কর্মসূচি পালন করছেন। পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। তবে এখন পর্যন্ত শ্রমিকরা অবরোধ তুলে নেয়নি। বিক্ষোভের কারণে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়েছে। সকাল ১১:২০ মিনিটে মাওনা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী জানান, সকাল ১০:২০ মিনিট থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছে। এতে দুই পাশে সড়কে যানচলাচল বন্ধ থাকে। এ বিষয়ে এইচ ডি এফ পোশাক কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি। শিল্প পুলিশের ইন্সপেকটর আবদুল লতিফ খান বলেন, এইচ ডি এফ মালিক পক্ষের লোকজন আমাদের ফোন ধরছে না। আমরা যোগাযোগের চেষ্টা করছি।
Discussion about this post