স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাহেব বাজার এলাকায় বুধবার দুপুরে জাকির হোসেন নামে এক প্রবাসীর কাছ থেকে ১৪ লাখ টাকা ছিনতাই হয়েছে বলে জানা গেছে। ছিনতাইকারীর কবলে পড়া জাকির টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার মাটিখোলা চিতেস্বরির মমির উদ্দিনের ছেলে।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কালিয়াকৈর বাজার এলাকায় জাকির হোসেন ব্যাংক থেকে ১৪ লাখ টাকা উত্তোলন করে উপজেলার সাহেব বাজার এলাকায় ব্র্যাক এনজিও অফিসে যাচ্ছিলেন। পথিমধ্যে অজ্ঞাত একটি প্রাইভেটকার অটোরিক্সার সামনে গিয়ে গতিরোধ করে। এসময় ৩/৪ জন যুবক তার হাতে থাকা টাকার ব্যাগটি ছিনতাই করে নিয়ে যায়। তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে প্রাইভেটকারটি দ্রুত স্থানত্যাগ করে। এ বিষয়ে জাকির হোসেন বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
কালিয়াকৈর থানার অপারেশন (ওসি) যোবায়ের আহমেদ জানান, বুধবার দুপুরে ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে যাওয়ার সময় ১৪ লাখ টাকা ছিনতাই হয়েছে। ওই এলাকার সিসিটিভির ভিডিও ফুটেজ সংরক্ষণ করা হচ্ছে। অতিদ্রুত আসামিদের গ্রেফতার ও টাকা উদ্ধার করা হবে।
Discussion about this post