স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের জয়দেবপুর থানাধীন নয়াপাড়া কাজল মার্কেট এলাকা থেকে ১৮ রাউন্ড গুলি, একটি বিদেশী পিস্তলসহ ৩ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে-মোঃ তরিকুল ইসলাম ওরফে তরী (৩৮), মোঃ রওশন ইসলাম (৪০) ও মোঃ ইনাম আলী (৩৫)। এ সময় তাদের কাছ থেকে দুইটি গুলি ভর্তি ম্যাগাজিনসহ ১৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
মহানগর গোয়েন্দা উত্তর বিভাগের পুলিশ পরিদর্শক মো: আমিনুল ইসলাম জানান, গাজীপুরের জয়দেবপুর থানাধীন নয়াপাড়া কাজল মার্কেট সাকিনস্থ এলাকায় অভিযান পরিচালনা করে একটি বিদেশী পিস্তল দুইটি ম্যাগাজিনসহ ১৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে। এই ঘটনায় তাদের বিরুদ্ধে গাজীপুর জয়দেবপুর থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপাপ্ত) মোঃ রেজাউর রহমান।
Discussion about this post