স্টাফ রিপোর্টার:: গাজীপুর মহানগরীর পূবাইল এলাকায় অভিযান চালিয়ে ১২৪ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হচ্ছে- মোঃ সোহাগ শেখ (৩৯), পিতা-মৃত মোঃ আঃ মজিদ, গ্রাম-সুমেরখোলা, থানা-কালিয়া, জেলা-নড়াইল, মোঃ আশিক বিশ্বাস ওরফে আকাশ (২১), পিতা-মোঃ মিজানুর বিশ্বাস, গ্রাম-নগগ্রাম, থানা-কালিয়া, জেলা-নড়াইল ও মোঃ সাগর মিয়া (২০), পিতা-মোঃ শফিক মিয়া, গ্রাম-ইটাখোলা মুরাপাড়া, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জগ। এসময় তাদের ব্যবহৃত একটি বালু ভর্তি ট্রাক তল্লাশী করে ১২৪ কেজি গাঁজা, ৩টি মোবাইল ফোন, ৪টি সিমর্কাড এবং নগদ ৩৮০০/- টাকা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, বুধবার র্যাব-১ এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গাজীপুরের পূবাইল থানা সংলগ্ন ঢাকা বাইপাস সড়কের উপড় একটি বালু ভর্তি ট্রাক বিপুল পরিমান মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা ওই স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় তাদের ব্যবহৃত একটি বালুভর্তি ট্রাকে অভিযান চালানো হয় এবং তাদেরকে গ্রেফতার করে।
র্যাব জানায়, ধৃত আসামীরা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের চোখ ফাকি দিয়ে দেশের সীমান্তবর্তী এলাকা হতে পাইকারী দরে গাঁজা ক্রয় করে নিয়ে এসে ঢাকা জেলা ও গাজীপুর শহরের বিভিন্ন এলাকায় খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে থাকে। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামীদের পূবাইল থানায় হস্তান্তর করা হয়েছে।
Discussion about this post