নিজস্ব প্রতিবেদক :: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা ফলপ্রসূ নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার (১৬ এপ্রিল) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক শেষে বের হয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আশ্বাস না পাওয়ায় আলোচনা সন্তোষজনক নয়। আমরা দীর্ঘদিন ধরে একটি সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপের কথা বলে আসছি। সেই বিষয়েই প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছি। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের সংকট নিরসনে একটি গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, খুব দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে এই সমস্যার সমাধান করতে হবে। সরকারি উদ্যোগে গঠিত বিভিন্ন সংস্কার কমিশনের সঙ্গে বিএনপির সহযোগিতা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। আমরা সংস্কার প্রস্তাবে মতামত দিয়েছি। আগামী কয়েক দিনের মধ্যে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক রয়েছে, বলেন ফখরুল।
তিনি বলেন, যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হবে, আমরা তাতে একমত পোষণ করি। এরপর আমরা নির্বাচনের দিকে যেতে পারি। আর বাকি সংস্কারগুলো নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার সম্পন্ন করবে। বাকি সংস্কারগুলো যারা নির্বাচিত হয়ে সরকারে আসবেন তারা সম্পন্ন করবেন।
আলোচনায় সন্তুষ্ট কিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফখরুল ইসলাম বলেছেন, আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন না হয় তাহলে দেশের যে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে। এর আগে দুপুর ১২টায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধিদল যমুনায় পৌঁছায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ ও ইকবাল আহসান মাহমুদ টুকু।
Discussion about this post