স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের শ্রীপুরের প্রহলাদপুর ইউনিয়নের গজারিতলা গ্রামে লেকের পানিতে ডুবে যাওয়ার ২৭ ঘন্টা পর উদ্ধার হয়েছে স্কুল ছাত্র আরিয়ান স্বপ্নীলের (১৪) মরদেহ। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকাল ৪টা ২০ মিনিটে সেখানকার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামেলি রিসোর্টের ফ্যামেলি মার্টের সামনের লেক থেকে মরদেহটি উদ্ধার হয়।
টংগী ফায়ার সার্ভিসের ইনচার্জ ফায়ার ফাইটার মোহাম্মদ শাহীন আলম খোলা কাগজকে উদ্ধারের এ তথ্য নিশ্চিত করেছেন। আরিয়ান স্বপ্নীল গাজীপুর সদরের হারিনাল গ্ৰামের রাসেল মিয়ার ছেলে। ওই গ্রামের একটি স্কুলের ৯ম শ্রেণির ছাত্র ছিলেন তিনি।
গত সোমবার বাবার সঙ্গে আরিয়ান স্বপ্নীল ওই লেকে সাঁতার কাটতে যান। এক পর্যায়ে দুপুর ১টায় লেকের পানিতে নিখোঁজ হয়। প্রথম দিন নিজেদের উদ্যোগে লেকে অনুসন্ধান চলানো হয়। দ্বিতীয় দিন মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা অনুসন্ধ্যান চালায়। আজ ২৭ ঘন্টা পর বিকেল ৪টা ২০ মিনিটে পানি থেকে আরিয়ান স্বপ্নীলের নিথর মরদেহ উদ্ধার করেন তারা।
টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের দলনেতা ইদ্রিস আলী মুঠোফোনে বলেন, ডুবুরি দলের সদস্যরা অক্সিজেন সিলিন্ডার নিয়ে পানিতে ডুব দিয়ে অনুসন্ধান চালানোর সময় মরদেহটি দেখতে পায়। এর পর সেটি উদ্ধার করে শ্রীপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করে। পরে পরিবারের সম্মতিতে লাশ নিহতের বাবার কাছে হস্তান্তর করা হয়।
Discussion about this post