শেখ মামুনুর রশীদ মামুন:- দেশব্যাপী চলমান মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে ময়মনসিংহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস টিম মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫ ইং তারিখে কোতোয়ালী মডেল থানাধীন আলিয়া মাদ্রাসা রোড এলাকায় সফল অভিযান চালিয়ে ৪০০ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে। অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ আমিনুল কবিরের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে মো. ইনজামুল হক (২৪) ও আবু হামজা রোমান (২৪) নামে দুই যুবককে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা মাদক পরিবহন ও বিক্রয়ের সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের মতো সমাজবিনাশী অপকর্মে তরুণদের জড়িয়ে পড়া অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। একটি সম্ভাবনাময় প্রজন্ম যখন ইয়াবার মতো ধ্বংসাত্মক নেশার শিকার হয়, তখন তা কেবল ব্যক্তিকেই নয়, পুরো সমাজ ও রাষ্ট্রকেই হুমকির মুখে ঠেলে দেয়। এমন বাস্তবতায় মাদকবিরোধী অভিযানের পাশাপাশি তরুণদের জন্য ইতিবাচক বিকল্প এবং প্রাতিষ্ঠানিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করছেন বিশ্লেষকরা। ময়মনসিংহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই অভিযানকে সাধুবাদ জানিয়ে সচেতন মহল দাবি করেছেন, মাদক কারবারের মূল হোতাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধে জড়াতে সাহস না পায়।
Discussion about this post