স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে হোসেন গ্রুপের সাড়ে ছয় কোটি টাকা ভবন ভাড়াসহ স্থানীয় লেদার ব্যবসায়ী ও ভারতীয় সরবরাহকারীদের প্রায় ২৬ কোটি টাকা আত্মসাতের ঘটনায় ফুল ইভার বিডি লিমিটেডের এজিএম (অ্যাকাউন্স অ্যান্ড ফাইন্যান্স) মো. গাজী মাসুদকে (৩৭) গ্রেফতার করেছে গাছা থানা পুলিশ। সোমবার তাকে জেলহাজতে পাঠিয়েছে।
এদিকে ওই অর্থ আত্মসাতের মূলহোতা ও অর্থ পাচারের সহায়তাকারী ‘ফুল ইভার বিডি লিমিটেডের’ সিইও মো. আবু রশিদ সোলায়মান (রাসেল) এখনো আত্মগোপনে রয়েছে। এছাড়া ওই কারখানার চেয়ারম্যান অস্ট্রেলিয়ান নাগরিক রবার্ট হোস্ট হেইন (৬০) ও ব্যবস্থাপনা পরিচালক চাইনিজ হংকং ও কানাডার নাগরিক কেনেথ ওং বিদেশে অর্থ পাচার করে ইতোমধ্যেই দেশ ছেড়ে পালিয়েছে বলে জানা গেছে।
হোসেন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সিনিয়র অডিট অফিসার এসএম খালেদ মোস্তফা জানান, গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানাধীন ছয়দানা হাজির পুকুর এলাকায় হোসেন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মালিকানাধীন একাশি হাজার স্কয়ারফিট আয়তনের ভবন ও শেড মাসিক ১৩ লাখ ২৮ হাজার ৯৩২ টাকা ভাড়া নিয়ে অস্ট্রেলিয়ান এবং চাইনিজ হংকং ও কানাডার নাগরিক ‘ফুল ইভার বিডি লিমিটেড’ নামে একটি কোম্পানি গড়ে তোলেন। তারা বিভিন্ন সমস্যার কথা বলে ভবন ও শেড ভাড়া দেই-দিচ্ছি বলে কালক্ষেপণ করে ৪৮ মাসের (চার বছরের) ভাড়া ছয় কোটি ৩৭ লাখ ৮৮ হাজার ৭৩৬ টাকা বকেয়া করেন।
পাওনাদারেরা পরে বিশ্বস্ত সূত্রে জানতে পারেন, উল্লিখিত ভাড়ার টাকা ও স্থানীয় সরবরাহকারীদের কোটি কোটি টাকা মেরে দিয়ে এজিএম ওই টাকা বিদেশে টাকা পাচার করছেন। এতে সহায়তা করছেন ওই কোম্পানির সিইও মো. আবু রশিদ সোলায়মানের (রাসেল) নেতৃত্বে তারই অধীনস্থ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী। তারা আরও জানতে পারেন, ভবন ভাড়া ও স্থানীয় ব্যবসায়ীদের টাকাসহ ফুল ইভার বিডির শ্রমিক-কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতন, ভাতাদি না দিয়েই গোপনে ভবন ও শেডে থাকা মেশিনপত্র, মালামাল ও ব্যবহৃত গাড়ি বিক্র করে যেকোনো মুহূর্তে তারা বিদেশে চলে যাবেন এবং ব্যবস্থা নেওয়ার পূর্বেই ওই বিদেশি দুই নাগরিক গোপনে দেশ ত্যাগ করেছেন।
উল্লিখিত অভিযোগের বিষয়ে ৭ পাওনাদার ফুল ইভার বিডির সিইও মো. আবু রশিদ সোলায়মানকে (রাসেল) প্রধান করে ওই কারখানার চেয়ারম্যান রবার্ট হোস্ট হেইন, ব্যবস্থাপনা পরিচালক কেনেথ ওং ও গ্রেফতার এজিএম মো. গাজী মাসুদকে আসামি করে গাছা থানায় একটি মামলা করেন।
Discussion about this post