স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ডে পোশাক শ্রমিকদের ২২টি ঘর পুড়ে গেছে। আগুনের সময় কারখানায় থাকায় ঘরগুলোতে বসবাসকারী শ্রমিকরা তাদের পড়নের জামাকাপড় ছাড়া কিছুই রক্ষা করতে পারেননি। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় শ্রীপুর পৌরসভার বেড়াইদচোলা (দোখলা) এলাকার শাকিল বেপারীর ভাড়া দেওয়া টিনশেড ঘরের ২২টি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়। ঘরগুলোতে আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা ভাড়া থাকতেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, অগ্নিকাণ্ডের সময় ভাড়াটেরা কারখানায় থাকায় প্রতি ঘরেই তালাবদ্ধ ছিল। কেউ কোনো মালামাল বের করতে পারেননি। খবর পেয়ে শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ২২টি ঘরে থাকা পোশাক শ্রমিকদের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
ভাড়াটিয়া শামীম ইসলাম বলেন, বাড়ির একটি কক্ষে দুইজন থাকতাম। যখন আগুন লাগে, তখন আমরা কারখানায় ছিলাম। আগুন লাগার খবর পেয়ে এসে দেখি দাউ দাউ করে জ্বলছে। ঘর থেকে কোনো কিছু বের করতে পারিনি। ঘরে অল্প কিছু টাকা ছিল, সেগুলোও পুড়ে গেছে।
শ্রীপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইন্সপেক্টর মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পৌনে এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহত হয়নি। আগুনে ওই বাড়ির ২২টি কক্ষ পুড়ে যায়। ওইসব কক্ষ ভাড়া নিয়ে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা বসবাস করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবুও আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে তিনি জানান।
Discussion about this post