স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি পালন করছে ফু-ওয়াং ফুডস লিমিটেড শ্রমিকরা। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে জয়দেবপুরের হোতাপাড়া এলাকার কারখানায় এ আন্দোলন শুরু করেন তারা। গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক আব্দুল লতিফ জানান, কারখানাটির বিভিন্ন বিভাগের ছয় শতাধিক শ্রমিক দুই মাসের বকেয়া বেতনের দাবিতে এই কর্মবিরতি পালন করছেন।
শিল্প পুলিশ ও শ্রমিকরা জানান, কারখানার স্থায়ী শ্রমিকরা ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতনের দাবিতে গত ৮ এপ্রিল কাজ বন্ধ করে আন্দোলন এবং একপর্যায়ে কারখানার জিএম আমির হোসেনকে মারধর করেন। পরে ঘটনাস্থলে শিল্প পুলিশ ও জয়দেবপুর থানা পুলিশের উপস্থিতিতে কারখানা কতৃপক্ষের সঙ্গে আলোচনা করে ২০ এপ্রিল তারিখে স্থায়ী শ্রমিকদের ফেব্রুয়ারির বেতন এবং ১০ মে মার্চের বেতন দেওয়ার কথা ঘোষণা করা হয়। এ ঘোষণা শ্রমিকরা মেনে নেন।
তারা জানান, জিএমকে মারধরের ঘটনায় কারখানা কর্তৃপক্ষ গত ১৩ এপ্রিল সাত শ্রমিক ও পাঁচ কর্মীসহ মোট ১২ জনকে কারখানায় প্রবেশ না করার নোটিশ দেয়। মঙ্গলবার সকালে নোটিশটি দেখে শ্রমিকরা উত্তেজিত হয়ে ফেব্রুয়ারি ও মার্চের বেতন এবং নোটিশকৃত শ্রমিক ও কর্মীদের কারখানায় প্রবেশের অনুমতির দাবিতে কর্মবিরতি পালন করছে। এ বিষয়ে জানতে কারখানা মালিক মিয়া মামুন ও পরিচালক আবু জাফরকে কল করা হলেও তারা কল রিসিভ করেননি।
ঘটনাস্থল থেকে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, ‘কর্তৃপক্ষ বেতন দেওয়ার আশ্বাস দিলেও শ্রমিকরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।’
Discussion about this post