স্টাফ রিপোর্টার, টঙ্গী :: শিল্প নগরীর টঙ্গীতে বিসিক শিল্প নগরী মালিক কল্যাণ সমিতির উদ্যোগে প্রায় এক কিলোমিটার রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। জনগুরুত্বপূর্ণ রাস্তাটি উদ্বোধন করেন বিসিক শিল্প নগরী কর্মকর্তা মো.জামিল হোসেন। মঙ্গলবার দুপুরে পাগাড় নদীর বন্দর রোড পানির ট্যাংকির মোড় থেকে মিরাশপাড়া আমতলী পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা নির্মাণ কাজ শুরু করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন টঙ্গী বিসিক শিল্প নগরী মালিক কল্যাণ সমিতির সভাপতি সৈয়দ তানভীর হোসেন, সাধারণ সম্পাদক মো এহসানুল হক সেলিম,সহ সভাপতি মো শিমুল আহমেদ, কোষাধ্যক্ষ মো.এমদাদুল ইসলাম রাসেল, প্রচার সম্পাদক হাফিজুর রহমান বাবু, গাসিক ৪৫ নং ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি সালাহউদ্দিন,টঙ্গী পূর্ব থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল,মহানগর শ্রমিকদলের সদস্য গোলাম মিয়া প্রমুখ।
জানা যায়, গাজীপুর সিটি কর্পোরেশন টঙ্গী জোনের বিসিক শিল্প এলাকায় ২০ ফিট প্রশস্ত ও আনুমানিক ৩০০ ফিটের এই রাস্তাটি
দীর্ঘদিন থেকে খানাখন্দ ও চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। সিটি কর্পোরেশন থেকে কোনো অর্থ বরাদ্দ না পেয়ে টঙ্গী বিসিক শিল্প নগরী মালিক কল্যাণ সমিতির নিজ অর্থায়নে রাস্তাটির কাজ শুরু করা হয়। রাস্তাটি নির্মাণের পর খুব সহজেই এলাকার বাসিন্দারা মূল সড়কে উঠতে পারবে এবং শিল্প কোম্পানির গাড়ি চলাচল আর কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না।
Discussion about this post