চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা গ্রামে মসজিদ কমিটির সভাপতি পদ নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের বৃদ্ধসহ দুজন আহত হয়েছেন।
শুক্রবার (১২ জুলাই) জুমার নামাজের পর বাঁকা স্কুলপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। এ ঘটনায় খাদেমুল ইসলাম নামের এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নিয়েছে জীবননগর থানা পুলিশ। আহত রোকন (২৩) বাঁকা গ্রামের হারুনের ছেলে ও আহত আব্দুল খালেক (৬৫) একই এলাকার মৃত হোসেন আলীর ছেলে।
সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোরশেদ আলম ঢাকা পোস্টকে বলেন, তার মাথায় শক্ত লাঠি জাতীয় কিছুর আঘাতে জখম হয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ভর্তি থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনার পর খাদেমুল ইসলাম নামের এক ব্যক্তিকে জিজ্ঞাবাদের জন্য থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। এখনো কেউ কোনো অভিযোগ করেননি।
Discussion about this post