স্টাফ রিপোর্টার, টঙ্গী:: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মিন্টু (৩৮) নামে এক যুবক নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে মহাসড়কের হোসেন মার্কেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মিন্টু কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যাল থানার ছয়গড়ী গ্রামের আলমগীর হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মিন্টু পেশায় একজন টাইলস মিস্ত্রি। তিনি টঙ্গীতে কাজ করতেন। সকাল সোয়া ৬টার দিকে হোসেন মার্কেট এলাকা দিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন মিন্টু। এ সময় অজ্ঞাতনামা গাড়ি তাকে সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। এতে মিন্টুর মাথা থেতলে ঘটনাস্থলেই মারা যায়। পরে ৯৯৯-এ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।
টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এস আই) সফিউল আলম ঘটনায় সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।
Discussion about this post