আল আমিন, নাটোর প্রতিনিধি :- বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে নাটোরে পালিত হচ্ছে বাংলা নববর্ষ । বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে আজ রবিবার সকালে শহরের মহারাজা জগদিন্দ্র নাথ উচ্চ বিদ্যালয় এবং কলেজ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন প্রতীক নিয়ে অংশ নেয়। শোভাযাত্রায় জেলা প্রশাসক আসমা শাহীন ও পুলিশ সুপার আমজাদ হোসেন সহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। শোভাযাত্রাটি মহারাজা জগদিন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় এবং কলেজ প্রাঙ্গণ থেকে বের হয়ে নাটোর মহারানী ভবানীর রাজবাড়ী চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক। পরে সেখানে মুক্তমঞ্চে আয়োজন করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।এ ছাড়া একই স্থানে আয়োজন করা হয় দিন ব্যাপী গ্রামীন মেলা। পাশেই উন্মুক্ত স্থানে গ্রামীণ ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়।শোভাযাত্রা সহ নববর্ষের সকল অনুষ্ঠান ও মেলা নির্বিঘ্ন করতে পুলিশ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলাতেও বাংলা নববর্ষ পালনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
Discussion about this post