শেখ মামুনুর রশীদ মামুনঃ ময়মনসিংহ জেলার পাগলা থানার অন্তর্গত মুখী গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে ইয়াবাসহ মোঃ রানা মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। অভিযানে মূল হোতা রুবেল মিয়া (৩৬) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অভিযানে মোট ৬৪০ পিস ইয়াবা, দুইটি মোবাইল সেট ও এক লক্ষ চারশত টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত আলামতের আনুমানিক বাজারমূল্য প্রায় ১,৯২,০০০ টাকা।
গতকাল রবিবার (১৩ এপ্রিল ২০২৫) দুপুর ৩টা ৩০ মিনিট থেকে ৪টা ৪৫ মিনিট পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি রেইডিং টিম গঠন করা হয়। অভিযানে নেতৃত্ব দেন
পরিদর্শক আমিনুল কবির,উপ-পরিদর্শক মোর্শেদ আলম, এ.এস.আই জহিরুল ইসলাম ভূইয়া এবং অন্যান্য সদস্যবৃন্দ। অভিযান চলাকালে প্রথমে ২ নম্বর আসামী মোঃ রানা মিয়া দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে বাড়ির আঙিনার পশ্চিম পাশ থেকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ৯০ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরবর্তীতে স্থানীয় দুইজন স্বাক্ষী মোঃ তাফাজ্জল হোসেন ও মোঃ জামাল উদ্দিনের উপস্থিতিতে ১ নম্বর আসামী রুবেল মিয়ার বসত ঘরে অভিযান চালানো হয়। রুবেল মিয়া আগে থেকেই অভিযান উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। বাড়ির ভিতরে একটি তালাবদ্ধ স্টিলের বাক্স ভেঙে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ৫৫০ পিস ইয়াবা, এক লক্ষ চারশত টাকা ও একটি মোবাইল সেট। উদ্ধারকৃত ইয়াবা গুলোর ওজন ৬৪ গ্রাম এবং নমুনা সংগ্রহ করে রাসায়নিক পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে। গ্রেফতার হওয়া আসামী রানা মিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে এবং রুবেল মিয়া মিলে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা চালিয়ে আসছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৯(১)(খ), ৩৬(১) এর সারণী ১০(ক) ও ৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, পলাতক রুবেল মিয়াকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এই অভিযান এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের মতে, রুবেল দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার সাথে জড়িত ছিল এবং তাকে আইনের আওতায় আনার দাবি জানিয়ে আসছিল এলাকাবাসী।
Discussion about this post