স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুর মহানগরীর টঙ্গীতে নুরুন্নবী নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি গাজীপুর মহানগরীর ৪৩নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক সদস্য ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী। শনিবার রাতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। গতকাল রোববার দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। নুরুন্নবী টঙ্গীর পাগাড় আটারকল এলাকার মিজানুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, নুরুন্নবী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে টঙ্গী পূর্ব থানার একটি হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৯টার দিকে পাগাড়ের আটারকল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মো. ফরিদুল ইসলাম বলেন, গ্রেফতার নুরুন্নবীর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার মামলা রয়েছে। তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
Discussion about this post