মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনায় বিকাশ প্রতারক চক্রের ২ সদস্যকে দর্শনা থানার পুলিশ ফাঁদ পেতে গ্রেফতার করেছে। এসময় প্রতারণার কাজে ব্যবহৃত ৫টি মোবাইল ফোন ও নগদ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়। বুধবার ভোরে দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর এর তত্বাবধানে দর্শনা থানার এসআই (নিঃ) মোঃ মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান করে দর্শনার দক্ষিণ চাদপুর গ্রামের মোঃ তাইজুল ইসলামের ছেলে তাকবির ইসলাম রিয়াদ(৩০)কে বিকাশ প্রতারণার টাকা উত্তোলন করার সময় পুরাতন বাজার দোয়েল মেডিকেল হল হতে নগদ ২৫ হাজার টাকাসহ হাতে নাতে গ্রেফতার করে। পরে রিয়াদের ব্যবহৃত মোবাইল ফোন পর্যালোচনা করে প্রতারণাচক্রের মূলহোতা অপর আসামী নাটোরের মহরকয়া গ্রামের জাবেদ সদদারের ছেলে মোঃ স্বপন আলী হৃদয়(২৫) কে দর্শনা থানাধীন আকন্দবাড়ীয়া রায়পাড়া মোঃ জাহিদুল ইসলামের বসতবাড়ী হতে গ্রেফতার করে। পুলিশ স্বপনকে জিজ্ঞাসাবাদ করলে সে, বিকাশ প্রতারণার কথাসহ জড়িত অন্যান্য সহযোগী আসামীদের কথা অকপটে স্বীকার করে।
পুলিশ জানায়, আসামী স্বপন আলী হৃদয় বিকাশ প্রতারণার মাধ্যমে দেশের বিভিন্ন এলাকা হতে প্রতিনিয়ত সাধারণ জনগণের নিকট হতে বিপুল পরিমান টাকা হাতিয়ে নিয়ে অপর আসামী তাকবির ইসলাম রিয়াদের মাধ্যমে দর্শনা থানা এলাকার বিভিন্ন এজেন্টের মাধ্যমে নগদায়ন করে। সহযোগী প্রতারক রিয়াদ নগদায়ন করে উক্ত টাকার লাভ্যংশ রেখে বাকি টাকা স্বপন আলী হৃদয়ের নিকট প্রেরণ করে। আসামীদ্বয় পরস্পর যোগসাজশে বিগত দুই মাসে পঞ্চাশ লক্ষাধিক টাকা প্রতারণার মাধ্যমে লেনদেন করেছে। গ্রেফতারকৃত আসামীদ্বয় ও পলাতক আসামীদের বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়।পুলিশ আরও জানায়, সহযোগী অন্যান্য আসামীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান পরিচালনা করা হচ্ছে।
Discussion about this post